বাংলাদেশের বড় ও একমাত্র টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল ঘিরে দর্শক এবং ক্রিকেট সংশ্লিষ্ঠ সবারই আক্ষেপ যে বিপিএলের ম্যাচগুলোতে রান হয় না। যেখানে পৃথিবীর সব জায়গায় টি-টোয়েন্টি মানেই রানের ফুলঝুড়ি সেখানে ব্যতিক্রম বিপিএল। লো স্কোরিং ম্যাচ দেখতে দেখতে যখন সবাই বিরক্ত তখনই পরিবর্তন নিয়ে আসল রংপুর রাইডার্স। বিপিএলের এবারের আসরের ২৭তম ম্যাচে এসে রংপুর ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে প্রথমবারের মতো দুইশ পেরোল রান। রেজা হেনড্রিকস, সাকিব আল হাসান, জিমি নিশাম ও নুরুল হাসান সোহানের ব্যাটিং ঝড়ে চট্টগ্রামের বিপক্ষে রানের পাহাড় গড়েছে এবারের আসরের হট ফেভারটি রংপুর রাইডার্স।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিদেশী ও দেশী ব্যাটারদের সম্বলিত ঝড়ে ৩ উইকেটে ২১১ রান তুলেছে রংপুর।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি সোহান। রংপুরের হয়ে ইনিংস ওপেন করেন রনি তালুকদার ও এই ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হওয়া রেজা হেনড্রিকস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে রান পেতে সময় লাগে নি পাওয়ার প্লে-তেই তারা তোলেন ৫২ রান। এরপর দলীয় ৬১ রানে রনি ফিরলে ভাঙে ওপেনিং জুটি।
তিনে নেমে রানের সাকিব দ্রুত রান তোলেন। আসরের শুরুর দিকে ভুগতে থাকা সাকিব আবারও রানে ফিরেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৭ রান।
চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে টেবিল টপার রংপুর
টপ অর্ডার ব্যাটারদের এমন শুরুর পর শেষটা রাঙিয়েছেন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় দল। সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রান করে। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে অপরাজিত ৫১ রান।
চট্টগ্রামের পক্ষে সালাউদ্দিন শাকিল সর্বোচ্চ ২ উইকেট নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho