
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উপজেলা পরিষদ চেয়াম্যান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় সেখানে হাকিমপুর ইউএনও অমিত রায়, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, ওসি (তদন্ত) শেখ জাহাঙ্গির আলম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু,সোহরাব হোসেন মল্লিব প্রতাব,আশরাফ আলী প্রধান,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলী মন্ডল, প্রেসকাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,২ নং বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম,আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান,খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমানসহ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮ জেলার ৮ টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধনী ম্যাচে দিনাজপুর রানা ফুটবল একাডেমি ও পলাশবাড়ী এফসি ফুটবল গাইবান্ধা অংশ গ্রহণ করেন। খেলায় দিনাজপুর রানা ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করেন পলাশবাড়ি এফসি ফুটবল গাইবান্ধা। জনপ্রিয় এ খেলাটি উপভোগ করতে সব বয়সী নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়া মতো। দর্শক গ্যালারী ছিল কানায় কানায় পূর্ণ।
আয়োজকরা বলেন,মাদক অধ্যূষিত সীমান্তবর্তীর তরুন সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতেই এই খেলার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho