সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুনরুদ্ধারের পর শহর জ্বালিয়ে দিল মিয়ানমারের জান্তা

মিয়ানমারের একটি শহর বিদ্রোহীদের থেকে পুনরুদ্ধার করেছে জান্তা। এরপর শহরটির প্রায় সব অংশ জ্বালিয়ে দিয়েছে সেনারা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জান্তা বাহিনীর সেনারা সাগাইং অঞ্চলের কাওলিন শহরে আগুন দিয়েছে। এতে শহরটির ৮০ শতাংশ জ্বলে গেছে। সপ্তাহ দুই আগে এটি বিদ্রোহীদের থেকে পুনরুদ্ধার করেছিল জান্তা প্রশাসন।

ড্রোন থেকে নেওয়া এক ছবিতে দেখা গেছে, শহরটির প্রায় সব বাড়ি সেনাদের দেওয়া আগুনে পুড়ে গেছে।

গত বছরের নভেম্বরের ৬ তারিখে জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফএস) কয়েকদিনের যুদ্ধের পর দখলে নেয়। এরপর ১২ ফেব্রুয়ারি শহরটি পুনরুদ্ধার করে জান্তার সেনারা।

কাওলিনভিত্তিক পিডিএফএস জানিয়েছে, জান্তা সেনারা শহরের আটটি ওয়ার্ডে আগুন দিয়েছে। এছাড়া তারা আশপাশের আরও অন্তত ১০টি গ্রামেও তাণ্ডব চালিয়েছে।

কাওলিন রেভলুশনারি গ্রুপের এক সদস্য সোমবার ইরাবতীকে বলেন, আজ কোনো যুদ্ধ হয়নি। জান্তা সেনারা ইন বোকে কোনে গ্রামে সকাল ৫টার দিকে আগুন লাগিয়ে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির দখলের পর সেখানকার বড় বড় দালানের নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী। এরপর তারা নিজেদের জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা জালিয়ে দিয়েছে। শহর ও আশপাশের গ্রামে অগ্নিসংযোগে অন্তত ২৫ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছেন।

জনপ্রিয়

বর্ধিত মেয়াদেও অনিশ্চয়তা: এলেঙ্গা-রংপুর ৪ লেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প

পুনরুদ্ধারের পর শহর জ্বালিয়ে দিল মিয়ানমারের জান্তা

প্রকাশের সময় : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

মিয়ানমারের একটি শহর বিদ্রোহীদের থেকে পুনরুদ্ধার করেছে জান্তা। এরপর শহরটির প্রায় সব অংশ জ্বালিয়ে দিয়েছে সেনারা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জান্তা বাহিনীর সেনারা সাগাইং অঞ্চলের কাওলিন শহরে আগুন দিয়েছে। এতে শহরটির ৮০ শতাংশ জ্বলে গেছে। সপ্তাহ দুই আগে এটি বিদ্রোহীদের থেকে পুনরুদ্ধার করেছিল জান্তা প্রশাসন।

ড্রোন থেকে নেওয়া এক ছবিতে দেখা গেছে, শহরটির প্রায় সব বাড়ি সেনাদের দেওয়া আগুনে পুড়ে গেছে।

গত বছরের নভেম্বরের ৬ তারিখে জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফএস) কয়েকদিনের যুদ্ধের পর দখলে নেয়। এরপর ১২ ফেব্রুয়ারি শহরটি পুনরুদ্ধার করে জান্তার সেনারা।

কাওলিনভিত্তিক পিডিএফএস জানিয়েছে, জান্তা সেনারা শহরের আটটি ওয়ার্ডে আগুন দিয়েছে। এছাড়া তারা আশপাশের আরও অন্তত ১০টি গ্রামেও তাণ্ডব চালিয়েছে।

কাওলিন রেভলুশনারি গ্রুপের এক সদস্য সোমবার ইরাবতীকে বলেন, আজ কোনো যুদ্ধ হয়নি। জান্তা সেনারা ইন বোকে কোনে গ্রামে সকাল ৫টার দিকে আগুন লাগিয়ে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির দখলের পর সেখানকার বড় বড় দালানের নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী। এরপর তারা নিজেদের জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা জালিয়ে দিয়েছে। শহর ও আশপাশের গ্রামে অগ্নিসংযোগে অন্তত ২৫ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছেন।