
ক্যান্টনমেন্ট কলেজেও বসন্ত এসেছে। জমকালো আলোর ঝলকানি ছড়িয়েছে ক্যাম্পাস জুড়ে। অগ্নিঝরা মার্চের প্রথম দিনে সুর, লয়, ছন্দে মাতিয়ে শেষ হয়েছে ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এসপিপি, এনডিইউ, পিএসসি, জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর অঞ্চল এবং ক্যান্টনমেন্ট কলেজ যশোরের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, সেই সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গর্বিত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সুশৃঙ্খল জাতির একজন গর্বিত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পরিকল্পিত জীবন গঠন করবে। তিনি ক্যান্টনমেন্ট কলেজ যশোর এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং এর সুনাম দেশের সর্বস্তর থেকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাক এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টসহ পাঠ্যক্রমিক ও একাডেমিক ক্ষেত্রে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল নুসরাত নুর আল চৌধুরী বিএসপি,পিএসসি। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথির সহধর্মিণী খাদিজা হক চৌধুরী।
দ্বিতীয় পর্বে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। পরে বসন্তের গান, কবিতা আবৃত্তি, পাহাড়ি নৃত্য ও আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌফিক হামিদসহ যশোর এরিয়ার উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সিনিয়র শিক্ষকবৃন্দ, এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।