
আসন্ন ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে সৈয়দ ইমরান রশীদকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ঝিকরগাছা উপজেলার সাধারণ জনগণ।
জানা যায়, ইমরান রশীদ এর জন্ম ও বেড়ে উঠা যশোরের ঝিকরগাছা পৌরসভার অন্তর্গত কাউরিয়া (মুন্সীপাড়া) গ্রামে, বাবা মরহুম সৈয়দ হুমায়ন রশীদ ১৯৮৪ সালে ইউপি নির্বাচনে ৫ নং পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করেন। ১৯৯৮ সালে ঝিকরগাছা পৌরসভা ঘোষণার পর থেকে তিনি ২০১৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত পৌরসভার ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
ইমরান রশীদ বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বাবাও আওয়ামী লীগ করতেন। জনগন যদি আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে তাহলে আমি ঝিকরগাছাকে স্মার্ট ঝিকরগাছা গড়ে তোলার চেষ্টা করব। উপজেলার সাধারণ জনগণ আমাকে বিভিন্ন ভাবে উৎসাহ-উদ্দীপনা দিচ্ছে আমি যেনো এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হই। সকলে নিকট আমার সালাম, ও দোয়া প্রার্থনা করছি।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুসহ সবার পাশে ছিলাম। তেমনি ভবিষ্যতেও থাকব। সবার সহযোগিতা পেলে এবং কাজ করার সুযোগ পেলে আরও কিছু ভালো কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
নবীন ও তরুণ ভোটারগণ বলেন, আমরা নতুন প্রার্থীর মধ্যে ইমরান রশীদকে পছন্দ করি। আমরা তাকেই ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই।