বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরের স্কেলে ওজন করার পর খালি ট্রাক ওজনের বাধা দেওয়ার প্রতিবাদে বন্দর ব্যবহারকারি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন অনিদৃষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।
আজ বুধবার (৬ মার্চ) দুপুর থেকে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।
বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, পণ্যবোঝাই ট্রাক স্কেলে ওজন করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাক ওজন না করলে পণ্যের সঠিক ওজন নির্ণয় করা সম্ভব হয়না। ওজনের তারতম্য আমদানিকারকদের গুনতে হয় দুই’শ পার্সেন্ট জরিমানা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে পণ্য বোঝাই যেসব ট্রাক বেনাপোল বন্দরে আসে পণ্যসহ প্রতিটি ট্রাকই বন্দর স্কেলে ওজন করা হয়ে থাকে। বন্দরে পণ্য আনলোড করে ফিরে যাওয়ার সময় খালি ট্রাকগুলো ওজন করা হয়ে থাকে। কিন্তু হঠাত করে আজ দুপুর ১২ টার দিকে বন্দর কর্তৃপক্ষ খালি ট্রাক ওজনে বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বন্দর ব্যবহাকারি হিসাবে আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। এর সুষ্ঠ সমাধান না হওয়া প্ল্ন্ত এ কর্মবিরতি চলতে থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, খালি গাড়ি ওজনের একটা নিয়ম আছে। খালি গাড়ি ওজন করতে হলে লিখিত আবেদন করতে হবে। আবেদন করলে খালি গাড়ি ওজনের সুযোগ আছে ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho