প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ১১:৩৩ এ.এম
বিদায়ী শিক্ষকের পা ধুয়ে দিলেন শিক্ষার্থীরা

জয়পুরহাট প্রতিনিধি
দীর্ঘ ২৯ বছর ধরে শিক্ষকতা পেশায় চাকুরি করলেন। শেষ কর্মদিবসে চোখে ছিল পানি, তবুও সিন্ধ হাসি দিয়ে সহকর্মী শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছ থেকে বিদায় নিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা কামাল। এ সময় তিনি নিজে কাঁদেন এবং সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরও কাঁদান। এমন দৃশ্যের অবতারণা হয় ওই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।
সোমবার ১১ (মার্চ) উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, সহকারী প্রধান শিক্ষক ইদ্রিস আলী, সিনিয়র সহকারী শিক্ষক পরিমল মহন্ত, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, প্রাক্তন শিক্ষার্থী নাজ্জাসী চৌধুরী, আমানুল্লাহ আমান, সুলতান মাহমুদ, রাব্বি হাসান প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মোস্তফা কামাল স্যারের অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে। বিষয়টা খুবই কষ্টের ও বেদনার । তিনি নিঃসন্দেহে একজন ভাল মানুষ। এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমান। শিক্ষকতা জীবনের অনন্য অবদানের সুফল ও ভাল কর্মের পুরস্কার এটি।
আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ঐ শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায় লগ্নে ওই স্কুলের শিক্ষার্থীরা বিদায়ী ঐ শিক্ষকের পা ধুয়ে পরিষ্কার করে জুতা পড়িয়ে দেয়। পাশাপাশি বিদায় মুহূর্তে ফুল ছিটিয়ে রাজকীয়ভাবে সাজানো একটি প্রাইভেটকারে তাকে বিদায় দেওয়া হয়। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা একটি মোটরসাইকেল বহর নিয়ে ঐ শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho