প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ১২:০০ পি.এম
বিদ্যুতের খুটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ বন্ধু নিহত

মেহেদী হাসান, রাজবাড়ী
গতসপ্তাহে মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করতে যায় রাজন। তখন রাজবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন রাজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। আরো একবার সে ঘুমের ঐষধ খেয়ে আত্নহত্যা করতে যায়। তখন বাধ্য হয়ে রাজনের পরিবার রাজনকে মোটরসাইকেল কিনে দিতে বাধ্যা হয়।
তিনদিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে রাজন তার গ্রামের বন্ধু তার সহপাঠী সোহাগকে নিয়ে আজ ভোরে ঘুরতে গেলে আলীপুর শান্তিনগর ব্রীজ এলাকায় বৈদ্যুতিক খুটির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে দুজনই সেখানেই মারা যায়। নিহতরা রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।
বিষয়টি নিশ্চিত করে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবেন বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho