প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ১:২০ পি.এম
কমলগঞ্জে মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষা শহীদ সুদেষ্ণা দিবস। ১৯৯৬ সালের ১৬ই মার্চ মাতৃভাষার অধিকার চাইতে গিয়ে প্রাণ দেন ৩২ বছর বয়সী বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিপ্লবী নারী সুদেষ্ণা সিংহ।
শনিবার (১৬ই মার্চ) মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে শোকর্যালি ও শহীদ সুদেষ্ণার অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে একাডেমির অডিটোরিয়ামে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রভাস চন্দ্র সিংহের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ, শিক্ষক বসন্ত কুমার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পৃথিবীর ভাষার ইতিহাসে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির ইতিহাসে এ ১৬ই মার্চ অন্যতম গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশ ও ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কখনোই সুদেষ্ণা এবং তার আত্মত্যাগের কথা ভুলতে পারে না।
বক্তারা বলেন, বিশ্বের নানা দেশেই ভাষার অধিকারের লড়াই হয়েছে। নানা দেশে যে আন্দোলনগুলো হয়েছে, সেগুলোর কোনটা অহিংস, কোনটা ছিল সহিংস। সুদেষ্ণাই পৃথিবীর সর্বপ্রথম আদিবাসী ভাষাশহীদ, যিনি মাতৃভাষা স্বীকৃতির আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। পৃথিবীতে এ যাবত দু’জন নারী ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তার মধ্যে সুদেষ্ণা সিংহ একজন।
তারা আরও বলেন, বাংলাদেশ ও ভারতের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ভাষার অস্তিত্ব রক্ষায় বাংলা ভাষা আন্দোলনের মতো সংগ্রামে ঝরেছিল কয়েকটি প্রাণ। এ আন্দোলনের রেষ ধরে আসামে ১৯৯৬ সালের ১৬ মার্চ প্রাণত্যাগ করেন বিপ্লবী নারী সুদেষ্ণা সিংহ। উনার আত্মদানের মধ্য দিয়ে মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষা অনন্য স্বীকৃতি লাভ করেছে। তাই ভারত-বাংলাদেশের মণিপুরী সম্প্রদায় এ দিন শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে।
এদিকে ভাষা শহীদ সুদেষ্ণা দিবসটি পালন উপলক্ষে নানান আয়োজনে ক্ষুদ্র জাতিসত্ত্বার লোকজনসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাপ্রেমী সুধীজন যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho