
ইউক্রেনের যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রতিরোধ্য জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। ভোটের মাঠে তার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। আরও তিন প্রার্থী থাকলেও গৃহীত ভোটের অন্তত ৮৭-৮৯ শতাংশ পেয়েছেন পুতিন। গতকাল রবিবার রাত ১টায় এ খবর লেখা পর্যন্ত কিছু এলাকার ভোটের ফল প্রকাশ হচ্ছিল। তবে ওই এলাকাগুলো অপেক্ষাকৃত প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানে ভোটার সংখ্যা খুব বেশি নয়।
এই জয়ের মধ্য দিয়ে আরও ৬ বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন। আগামী মে মাসে প্রেসিডেন্ট পদে নতুন করে শপথ নেবেন তিনি। কখনও প্রেসিডেন্ট, কখনও প্রধানমন্ত্রী হিসেবে সেই ১৯৯৯ সাল থেকে রাশিয়ার শাসন ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। নতুন করে ছয় বছর মেয়াদ শেষ করলে তিনি হবেন গত ২০০ বছরের রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক। সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিন ১৯২২ থেকে ১৯৫২ সাল পর্যন্ত টানা ৩০ বছর ক্ষমতায় ছিলেন।
ভোটের মধ্যে রাশিয়ার কয়েকটি এলাকায় হামলা চালানোয় কড়া প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন পুতিন। আশঙ্কা করা হচ্ছে, আগামীকাল থেকে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়াতে পারে রুশ বাহিনী।
রাশিয়ার এবার মোট ভোটার ছিল ১১ কোটি ২৩ লাখ। ভোট পড়েছে ৭৪ শতাংশ, যা আধুনিক রাশিয়ার ইতিহাসে নতুন রেকর্ড। তবে ভোট পড়ার এই হার নিয়ে বিদেশি পর্যবেক্ষকরা সন্দেহ প্রকাশ করেছে। কারণ, পুতিনবিরোধীরা ভোট যে দেননি, তার অনেক প্রমাণ রয়েছে।
গত শুক্রবার থেকে গতকাল রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। রাশিয়া প্রথমবারের মতো এই ব্যবস্থায় ভোট নেওয়া হয়েছে। মস্কোসহ রাশিয়ার ৮৯টি প্রশাসনিক অঞ্চলে তিন দিনই ভোট হয়েছে। তবে এবার অনলাইনে ভোট দেওয়ার সুযোগ উন্মুক্ত ছিল। প্রায় ৪০ লাখ রুশ নাগরিক এবার অনলাইনে ভোট দিয়েছে।
ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নতুন চারটি রাশিয়ান অঞ্চলে এবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এই চার অঞ্চল হলোÑ খেরসন, জাপোরিজিয়া, দোনেস্ক ও লুহানস্ক।
রাশিয়ার নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে চেচনিয়ায় ৯৬ শতাংশ। এরপর যথাক্রমে টুভায় ৯৪ শতাংশ, কেমেরোভো অঞ্চলে ৯৪ শতাংশ, ডোনেস্ক অঞ্চলে ৮৮ দশমিক ১৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাশিয়ার কারেলিয়া প্রজাতন্ত্রে- মাত্র ৫১ শতাংশ। সূত্র : রয়টার্স ও আরটি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho