
গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে টাইমড আউট হন লংকান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
আজ সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় শ্রীলংকাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ জয়ের পর হেলমেট নিয়ে উদযাপন করেন টাইগাররা।
এদিন খেলা শেষ হওয়ার পর সিরিজ জয়ের ট্রফি নিয়ে উদযাপন করার সময় একটি হেলমেট এনে উদযাপন করেন মুশফিকুর রহিম। হেলমেট হাতে নিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে।
পরে শান্ত দুই হাত তুলে যেন দেখালেন- ‘আমি কী করতে পারি?’ এমন উদযাপন মনে করিয়ে দিয়েছে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার বিষয়টি।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মন মতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলো ইনিংসের মধ্যে। এই তো।’
সিরিজ থেকে চাওয়া-পাওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘হ্যাঁ অনেক কিছু পেয়েছি। কিছু কিছু জায়গায় দক্ষতার উন্নতির জায়গা আছে। আজকের ম্যাচটা হয়ত আরও ভালোভাবে জিততে পারতাম। দিনশেষে খেলাটা জিততে পেরেছি এতেই খুশি। সামনে যখন আবার সিরিজ খেলতে আসব তখন আরও সুন্দরভাবে প্ল্যান করে কিভাবে আরও ভালো ক্রিকেট খেলতে পারি সেটা প্ল্যান করতে হবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho