প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ১:৪০ পি.এম
সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী দল। এই সফরে তারা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। যা শুরু হবে ওয়ানডে দিয়ে আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে দুই দল।
পরের দুই ম্যাচ ২৪ ও ২৭ তারিখ। এই সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই অজিদের হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রেসদের। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।
গেল ১৬ মার্চ মধ্যরাতে ঢাকায় পা রাখে নারী ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। শক্তি সামর্থ্য কিংবা দক্ষতা সব দিক দিয়েই স্বাগতিকদের তুলনায় এগিয়ে রয়েছে দেশটির ক্রিকেটাররা। তাদের ঝুলিতে রয়েছে সাতটি বিশ্বকাপ। রয়েছে বেশ কিছু খেলোয়াড় যারা কিনা ভারতে সমপ্রতি শেষ হওয়া ভারতের নারী আইপিএল মাতিয়ে টাইগ্রেসদের বিপক্ষে মাঠে নামতে অপেক্ষা করছে। এছাড়া আইসিসির র্যাংকিংয়েও অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যে রয়েছে রাত-দিনের ব্যবধান। তবে নিজেদের শক্তি ও সামর্থ্যকেও খাটো করে দেখছেন না বাংলাদেশ নারী দলের এই নির্বাচক। তার মতে, শক্তিশালী অজিদের বিপক্ষে লড়াই করে জয় তুলে নেওয়ারও সম্ভাবনা রয়েছে। বলেন, ‘আমাদের একটা ফিফটি-ফিফটি সিচুয়েশন আছে। আমাদের হোম অ্যাডভান্টেজ আছে। তাই জেতার একটা সুযোগ রয়েছে। আমাদের হোম কন্ডিশনে খেলা, তো এখানে ওরা কী রকম খেলে এটা দেখার বিষয়।’
এসময় সফরকারীদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য রয়েছে টাইগ্রেসদের—এমনটিও জানান তিনি। এ নিয়ে শিপন বলেন, ‘সিরিজ জেতাটা আমাদের লক্ষ্য। কারণ বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে গেলে আমাদের অনেকগুলো পয়েন্ট দরকার ওয়ানডে সিরিজে। ঐ পয়েন্টের জন্যই মূলত আমরা টার্গেট করছি।’
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। যেখানে প্রায় আগের সিরিজের সবাই আছেন শুধু নেই দলের অভিজ্ঞ ব্যাটার শামীমা সুলতানা। দল ঘোষণার সময়ই এই ক্রিকেটার না থাকার কারণ হিসেবে জানানো হয়েছিল চোট। এ প্রসঙ্গে নির্বাচক বলেন, ‘সিনিয়র ক্রিকেটার নেই একজন, সে হলো শামীমা। উনি অসুস্থ, ইঞ্জুর্ড এই জন্য। আর এক জন নতুন এসেছেন। বাকিরা প্রায় সবাই আছেন।’ ভিন্ন আরেকটি প্রসঙ্গে শামীমার অনুপস্থিতি নিয়ে তিনি আরো বলেন, ‘শামীমা না থাকায় আমরা খানিকটা বিরম্বনায় পড়েছি। কারণ ও শুরুর পাওয়ার প্লের সুযোগ নিতে পারেন। কিন্তু ও না থাকায় এখন আমরা অন্যভাবে পরিকল্পনা করছি। দেখা যাক, যাকে নিয়ে পরিকল্পনা করছি হয়তো সে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’ তবে শুধু ওয়ানডে সিরিজেই নয়, এরপর অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না শামীমা সুলতানা। ২২ গজের বাইরে তাকে চোট সারাতে থাকতে হবে মাসখানেকেরও বেশি সময়— এমনটি জানিয়েছেন এই নির্বাচক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho