নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন বগী গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুরে প্রায় ৭০০ গ্রামের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। বুধবার সকালে সুমন পঞ্চায়েত নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি ইলিশ মাছটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত জানান, সকালে ওই পুকুরে জাল দিয়ে সুমন মাছ ধরছিলেন। এসময় তার জালে ইলিশ ধরা পড়ে। তিনি আরও বলেন, ওই পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি চলাচল করতো। এ কারনে পানির সঙ্গে ইলিশের ডিম অথবা পোনা ভেসে আসতে পারে বলে তিনি ধারনা করছেন।
শরণখোলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, নদীর কাছাকাছি পুকুরটি। মনেহয় জোয়ারের পানিতে কোন এক সময় ইলিশের পোনা ঢুকে পড়েছিল। পরে পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিয়ে বড় হয়েছে।
এন/
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho