
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের-নান্দাইলে আলপিনা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২০ মার্চ) দিবাগত ভোর রাত ৪ টার দিকে উপজেলার বীর-বেতাগৈর ইউনিয়নের চৈতনখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলপিনা ওই গ্রামের মাওলানা সোহরাব মিয়ার স্ত্রী।
আলপিনা ত্রিশাল উপজেলার কামারচর গ্রামের তাইজ উদ্দিনের মেয়ে। প্রায় দুই বছর আগে নান্দাইল উপজেলার চৈতনখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোহরাব মিয়ার সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদেন কোন সন্তান নেই। সোহরাব মিয়া ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন।
স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন মিয়া মিয়া জানান,নিহত আলপিনা নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার কারন জানা যায়নি।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিন আলপিনা সেহরির খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়ার জন্য ডাকেন। কিন্তু বুধবার দিন সেহরির সময় আলপিনার কোন সাড়াশব্দ না পেয়ে তার শাশুড়ি আলপিনার ঘরের দরজা বন্ধ পান।
আলপিনার ভাসুর সোহেল বলেন,এসময় আমার মা বসতঘরের ভিতরে গিয়ে দেখতে পান ঘরের ধর্ণার (আড়ার) সাথে আলপিনা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।পরে পুলিশকে খবর দেই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন,দুই পক্ষই তারা কোন মামলা মোকদ্দমা করবেনা।ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছে। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho