
আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস একাদশে মাঠে নেমেই ঝলক দেখাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। টুর্ণামেন্টের প্রথম উইকেট দখলের ইতিহাস গড়েছেন তিনি। বল হাতে নিয়ে নিজের দুই ওভারে দুই জোড়া উইকেট শিকার করেছেন কাটার মাস্টার।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ঝোড়ো ইনিংস শুরু করে বেঙ্গালুরু। প্রথম ৪ ওভারে তারা তোলে ৩৭ নান। রানের গতি কমাতে ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারেই ঝলক দেখান কাটার মাস্টার মোস্তাফিজ। তৃতীয় বলে পান উইকেট।
মারকুটে শুরু করেছিলেন ফ্যাফ ডু প্লেসি। কাটারে বেঙ্গালুরু অধিনায়ককে ডিপ পয়েন্টে ক্যাচ বানান মোস্তাফিজ। ২৩ বলে ৩৫ রানের থামে ডু প্লেসির ঝড়।
দুই বল পর আরও এক উইকেট মোস্তাফিজের। তার সুইং বুঝতে না পেরে ব্যাটে লাগিয়ে এজ হন রজত পাতিদার, সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ওভারে ২ উইকেট নিয়ে মোস্তাফিজের খরচ মাত্র ৪ রান। এরপর বল করতে নেমে বিরাট কোহেলির উইকেট দখল করেন। গোটা ওভারে তিন রান খরচ করে উঠিয়ে নেন আরো একটি উইকেট। এ হিসেবে দুই ওভার বল করে তার দখলে আসে ৪টি উইকেট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho