
যশোর অফিস
যশোরে যৌতুকের দাবিতে মারপিটে জখমের অভিযোগে স্ত্রী শোভা খাতুনের (৩৪) দায়েরকরা মামলায় স্বামী সৈয়দ শহিদুল ইসলাম সুমেলকে (৪১) আটক করেছে পুলিশ। সুমেল খুলানার সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার মেইনরোড এলাকার মৃত সৈয়দ রিজাইল ইসলাম খোকনের ছেলে। বর্তমানে তিনি যশোরের উপশহর পার্কের বিপরীতে ডালিমের বাড়িতে ভাড়া থাকেন।
শোভা কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, ২০০৭ সালের ১২ মার্চ প্রেমের সম্পর্কের সূত্রধরে তিনি সুমেলকে বিয়ে করেন। দাম্পত্য জীবনের তাদের দুইটি ছেলে ও একটি মেয়ে আছে। বিয়ের কিছুদিন পর থেকে সুমেল ব্যবসার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করতো। তিনি তার পিতার বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও সাংসারিক মালামাল বাবদ আরো ২ লাখা টাকা নিয়ে আসেন। কিছুদিন ভাল ব্যবহার করলেও পরে ফের টাকা দাবি করে। টাকা না পেয়ে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক নির্যাতন চালাতো। কিছুদিন আগে তাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তিনি তার পিতার বাড়ি সদর উপজেলার তালবাড়িয়ার গ্রামে উঠেন। গত ২০ মার্চ রাতে সুমেল ওই বাড়িতে যায়। শেহরী খাওয়ার সময় উঠলে রাতে তার সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে বলে জমি বিক্রি করে টাকা দিতে হবে। তিনি অস্বীকার করলে আসামি সুমেল তাকে মারপিট করে। এবং বাড়ি থেকে চলে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি কিছুটা সুস্থ হয়ে আপোশ-মিমাংশায় ব্যর্থ হয়ে থানায় মামলা করেন।
তালবাড়িয়ার পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা জানিয়েছেন, গত শুক্রবার বিকেলে উপশহর এলাকা থেকে আসামি সুমেলকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho