প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৫:১২ পি.এম
মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা!

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে অভিনব কায়দায় মোটরসাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে পালানোর সময় চোর চক্রের সদস্য মিলাত হোসেন (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মার্চ) সকাল ১০ টার সময় ক্ষেতলাল উপজেলার মনঝার বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত ওই চোর সদস্য মিলাত হোসেন বগুড়া সারিয়াকান্দি উপজেলার শাখাহাতি পাড়া গ্রামের লয়ামিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার দাশড়া শেয়ালাপাড়া গ্রামের কৃষক রিপন তার ব্যবহৃত মোটরসাইকেলটি (তুলসীগঙ্গা নদী) বিলের ঘাট এলাকায় পার্কিং করে চাষের জমি দেখার জন্য মাঠে যায়। এমন সময় চোর চক্রের ওই সদস্য তার মোটরসাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। পরে ওই মোটরসাইকেল মালিক মোবাইল ফোনের মাধ্যমে মনঝার বাজারে যোগাযোগ করেন। চোর সদস্য মোটরসাইকেলটি চুরি করে মনঝার বাজারে পৌঁছালে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তৎক্ষনাৎ থানা পুলিশের এসআই লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল চুরি করে পালানোর অভিযোগে উপজেলার মনঝার এলাকা থেকে এক যুবককে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho