প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৮:১৯ পি.এম
সিরাজদিখানে সংস্কারকৃত রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সংস্কারকৃত একটি রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের অন্তর্গত সিরাজদিখান উপজেলা হেডকোয়ার্টার থেকে দক্ষিণ তাজপুর ঢালি মোঃ শহিদুল ইসলামের বাড়ী পর্যন্ত ১ হাজার ৭ শত ২০ মিটার কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আবু সাইদ।
এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাদেশের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলা হেড কোয়ার্টার থেকে দক্ষিণ তাজপুর ঢালি মোঃ শহিদুল ইসলামের বাড়ী পর্যন্ত ১ হাজার ৭ শত ২০ মিটার রাস্তার সংস্কার ও কার্পেটিংয়ের জন্য ১ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আর এ কাজটি সম্পন্নের দায়িত্ব পায় "কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাদেশ" নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় দেড় বছর পূ্র্বে রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়। সম্প্রতি রাস্তাটির সংস্কার শেষ করে চুরান্ত পর্যায়ের কার্পেটিং করা হচ্ছে। রাস্তাটির কার্পেটিং সমাপ্ত হলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণ তাজপুর গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পুরন হওয়ার পাশাপাশি ভোগান্তি মুক্ত যাতায়াত করতে পারবে বলে প্রত্যাশা গ্রাম দুটির কয়েক হাজার মানুষের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho