প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ১০:০৭ এ.এম
জেলের পেট থেকে ২৫ ইঞ্চি জীবন্ত কুঁচিয়া উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গা চা বাগানের সম্ররা মুন্ডা নামের উপজাতি এক জেলের পেট থেকে ২৫ ইঞ্চি দৈর্ঘ্য জীবিত কুঁচিয়া বের করা হয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়।
জানা গেছে, মুন্ডা স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাঁদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি (কেঁচো) কুঁচিয়া মাছ কাঁদায় পড়ে যায়। তখন তিনি অনুভব করেন তার পায়ুপথে কি যেন ডুকছে। তবে সেটিকে তখন তেমন গুরুত্ব দেননি। পরে সম্ররা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। পেটের ব্যথা নিবারণে গত রোববার (২৪ মার্চ) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট হাসপাতালের চিকিৎসক পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া অস্ত্রোপচার করে জীবিত কেঁচো বের করেন।
ওসমানী হাসপাতালের চিকিৎসকরা মুন্ডার কথা শুনে এক্সরে করান। এক্সরে রিপোর্টে ধরাপরে পেটের ভিতর লম্বা আকৃতির একটি বস্তু। কর্তব্যরত ডাক্তাররা সিনিয়দের সঙ্গে আলোচনা করে সম্ররা মুন্ডাকে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে প্রফেসর জানে আলমের নেতৃত্বে ৪ জন চিকিৎসক প্রায় ২ ঘণ্টা অস্ত্রপাচার চালিয়ে পেটের ভিতর থেকে একটি জীবন্ত কেঁচো মাছ বের করেন। এ ঘটনায় ডাক্তাররা বিস্মিত হন। রাতে সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে কেঁচো মাছটি বের করা হয়।
ওসমানী মেডিকেলের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন হাসপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জীবিত ২৫ ইঞ্চি দৈর্ঘ্য কেঁচো মাছ বের করা হয়। বর্তমানে সম্ররা মুন্ডা ওসমানী মেডিকেলের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন এবং সংঙ্কামুক্ত অবস্থায় আছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho