প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৩:৩৮ পি.এম
শত্রুতার জেরে মা-সহ দুই মেয়েকে পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিবেশী

প্রতিনিধি রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দে পূর্ব শুত্রুতার জেরে সবেক মহিলা আওয়ামী লীগে নেত্রী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী বিরুদ্ধে।
আহত নাজমা বেগম জানান, সোমবার আনুমানিক ২ টার দিকে নাজমাসহ দুই মেয়ে গোয়ালন্দ বাজারের দিকে রওনা হয়। এমন সময় প্রতিবেশী হোমেশ ও তার পরিবারের লোকজন নাজমার পরিবারকে প্রতিরোধ করে পূর্ব শত্রুতার জের এনে রাস্তায় বেধরক পিটিয়ে জখম করে। এসময় নাজমা রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা সেখান থেকে নাজমাকে উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানায় প্রথমে নিয়ে আসেন। ওইখান থেকে পুলিশের পরামর্শে নাজমাকে প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয় । সেদিনের পর থেকে প্রায় তিন দিন তিনি চিকিৎসারত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাজমার পরিবার পূর্ব থেকেই আওয়ামী লীগের সাথে যুক্ত। নাজমা মহিলা আওয়ামী লীগের উজানচর ইউনিয়নের এর সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলে।
এ ব্যাপারে নাজমা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হোমেসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত হোমেশ এর কাছে শোনা যায়, জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। তিনি আরো জানান আমার মেয়েকে নাজমারা আগে মারধর করে। এরপরে আমি ও এলাকাবাসীর গিয়ে ঝামেলা মীমাংসা করার চেষ্টা করেছি। নাজমাকে পিটিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন নাজমা কে মারধর করা হয়নি। এবং তিনি আরো জানান আমার মেয়েকে মারধর করেছে এবং আমার মেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রানবন্ধু বিশ্বাস জানান, মারামারির ঘটনা কে কেন্দ্র করে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho