প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৪, ৮:২৯ পি.এম
রাজবাড়ীতে লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন হতে নদীতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফিরোজ শেখ (২৮)। সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ৩ নং ট্রাক টার্মিনালের পাশে আসগর আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সোয়া ৭টার দিকে ওই যুবক হঠাৎ লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যায়। তখন আশেপাশের লোকজন গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌ পুলিশকে খবর দেন। সকাল সাড়ে ৮টার পর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও আরিচার ডুবুরি দল তাকে উদ্ধার করে।
নিহত যুবকের পিতা আজগর আলী শেখ বলেন, আমার ছেলের ছোটবেলা থেকেই মৃগী রোগের সমস্যা ছিল। বৃহস্পতিবার রাতে সে গোয়ালন্দে আমার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে বাড়ী ফেরার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাটের পন্টুনে লঞ্চের জন্য অপেক্ষা করার সময় মৃগী রোগ উঠলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মো. ফরিদুজ্জামান জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho