
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে কিশোরগঞ্জের-হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে বাজার মনিটরিং সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৩০শে মার্চ) দুপুরে দ্রব্যমূল্যের মুল্যবৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে হোসেনপুর থানা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় মাছ বাজার, মাংসের দোকান,ফলের দোকান, মিষ্টির দোকান, চাল চিনি, কাপড়ের দোকান, মুদি দোকান ইত্যাদি পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,হোসেনপুর থানার অফিসার ইনচার্জ জনাব নাহিদ হাসান সুমন, ইন্সপেক্টর তদন্ত মোঃ টুটুল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সগন।
এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন গনমাধ্যম কে জানান, রমজান মাসে যাতে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে এবং দ্রব্যমূল্যের মুল্যবৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে থানা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, ক্রেতা সাধারণের স্বার্থে রমজান ও ঈদুল ফিতরে বাজারে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho