প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ৮:৩৫ পি.এম
শ্রীমঙ্গলে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পালিত

তখন ভোরবেলা সবে আলো ফুটেছে। এরই মধ্যে বিভিন্ন পুঞ্জি থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। সকাল ছয়টার আগেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠে খ্রিষ্টধর্মাবলম্বী শিশু থেকে বয়স্কদের সমাগম।
রোববার (৩১মার্চ) ভোর সাড়ে পাঁচটায় ভিক্টোরিয়া স্কুল মাঠে সমবেত প্রার্থনার সূচনা। খ্রিষ্টধর্মাবলম্বীদের যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস বা ইস্টার সান'ডের যথাযোগ্য মর্যাদায় পালিত।
রেভা. জন ব্রাইটগাজী'র সঞ্চালনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠানে ফাদার রেভা. জেমস্ শ্যামল গমেজ এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেভা. টমাস রয় তিনি যিশুখ্রিষ্টের আত্মজীবনী নিয়ে আলোকপাত করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন রেভা. এভরিসন, পা. রিচার্ড অধিকারী সহ জেলার বিভিন্ন প্রান্তের পুঞ্জির প্রধানরা।
আলোচনা সভার ফাঁকে সংগীত পরিবেশন করেন বিভিন্ন খাসিয়াপুঞ্জি প্রেসবিটারিয়ান মান্ডলিকের সদস্যরা।
প্রার্থনা অনুষ্ঠানের সভাপতি ফাদার রেভা. জেমস্ শ্যামল গমেজ বলেন, আমাদের প্রভূর যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস। এই দিনে আমরা প্রার্থনা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাকুক এটিই কামনা করি।
অনুষ্ঠানে আসা খাসিয়া জনগোষ্ঠীর খ্রিষ্টধর্মাবলম্বী লুচিয়া মণি রয় বলেন, আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত। এখানে আমরা সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেছি আমাদের যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস বা ইস্টার সানডের দিবসে বাংলাদেশের সকলে ভালো থাকুক এটি কামনা করি।
বড়লেখা পুঞ্জি থেকে আগত সিটেল পাপাং বলেন , আজকের এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। এই দিনে আমরা প্রার্থনা করেছি সমবেত কন্ঠে বাংলাদেশ ভালো থাকুক সেই সাথে এদেশের সকল মানুষ সুস্থ থাকুক এটিই কামনা করি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho