প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৪, ৩:২৬ পি.এম
সিরাজগঞ্জে পৌঁছেছে ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ

সিরাজগঞ্জে পৌঁছেছে বাণিজ্য মন্ত্রলায়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর (টিসিবি) ভারত থেকে আমদানি করা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে এসে এই চালান পৌঁছায়। এর আগে রবিবার বিকেলে ভারত থেকে আসা পেঁয়াজসহ একটি পণ্যবাহী ট্রেন ৪২টি ওয়াগন নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসে।
সকাল ৯টায় সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে খালাস শুরু হয়েছে এই পেঁয়াজ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে এই পেঁয়াজ।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান এটি।
টিসিবির বগুড়া অঞ্চলের যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বিষয়টি নিশ্চিত করেন।, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ১৬৫০ টনের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের কাছে হস্তান্তর করা হচ্ছে। সোমবার ঢাকার ১০০ জন ডিলারের কাছে ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ হস্তান্তর হবে এবং বাকি ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ চট্রগ্রাম ও গাজীপুরের ডিলারদের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর হবে। হস্তান্তর করা এই পেঁয়াজ খোলাবাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho