
যশোর শহর থেকে নিখোঁজের একদিন পর জোনাকি (৯) নামে এক শিশুর লাশ পাওয়া গেলো পুকুরে। আজ মঙ্গলবার (২এপ্রিল) রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর মুখে, হাতে, পায়ে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত শিশু যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।
নিহত শিশুর বড় ভাই তাওহিদ হোসেন চয়ন সাংবাদিকদের বলেন, গত ৫ বছর আগে আমার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে রয়েছেন। বাবা সৎমা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। ৫দিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে আব্বার রেলগেটের বাসায় বেড়াতে যায়। গতকাল সোমবার সকাল সকাল ১০টা থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ফেসবুকে স্ট্যাটাস এবং কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করি। আজ মঙ্গলবার দুপুরে বাবার ভাড়া বাসার পাশে পরিত্যক্ত পুকুরপাড় থেকে তার বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি দাবি করেন, সৎমার সাথে আমাদের বণিবনা হচ্ছিল না। ধারণা করছি, বোনকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে আমার সৎ মা জড়িত।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গতকাল থানায় একটি হারানো জিডি হয়েছে। আজ শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে শিশুর মৃত্যু হয়েছে ,তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর সৎমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho