প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ৮:৫০ পি.এম
ক্ষেতলালে ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি

দেশব্যাপী ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২এপ্রিল) বেলা ১১টায় উপজেলা, পৌর ও সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ শাখা ছাত্রলীগের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা অমরনাথ নন্দী সড়কে উপজেলা দলীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ সুষ্ঠু ধারার নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদি আশিক রাজু বলেন, মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দাবিতে আমাদের আজকের মানববন্ধন।
যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ছাত্রদল ও শিবিরের অবাধ চলাফেরা অব্যাহত আছে। অথচ সেখানে ছাত্রলীগকে রাজনীতি থেকে বঞ্চিত করা হয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দেশব্যাপী বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদি আশিক রাজু, যুগ্ম আহবায়ক জুল আরশ শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মুহাম্মদ ইমাম হোসাইন, ছাঈদ আলতাফুন্নেছা কলেজ ছাত্রলীগের আহবায়ক ছাইফুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক শাহীনুর ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho