
লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দারকে রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম হায়দার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন তিনি। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর সেই ওয়ারেন্টমূলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি,আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho