
ম্যাচ শুরু হওয়ার পর মাত্র ৫৫ সেকেন্ড পার হলো। এর মধ্যেই আল ওয়েহদার জালে বল গড়াগড়ি খাচ্ছিলো। রিয়াল মাদ্রিদের সাবেক ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোলটি করে আল ইত্তিহাদকে ফাইনালে তুলতে মূল ভূমিকা পালন করলেন। আল ওয়েহদাকে ২-১ গোলে হারিয়েছে আল হিলাল।
ফাইনালে আল ইত্তিহাদ মুখোমুখি হবে আল হিলালের। যে দলটি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
শুধু দ্রুততম গোলই নয়, ২০২৪ সাল এই প্রথম কোনো গোলের দেখা পেলেন ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ থেকে আল ইত্তিহাদে যোগ দেয়ার পর বাজে ফর্ম, ইনজুরিতেই সময় কাটছে বেনজেমার। যে কারণে ২০ ম্যাচে সব মিলিয়ে মাত্র ৯টি গোল পেয়েছেন তিনি।
ইনজুরি সময়ে (৯০+১ মিনিট) এসে প্রথমে গোলের দারুণ সুযোগ মিস করেন মরক্কোর মিডফিল্ডার ফায়সেল ফজরস। তবে এর খানিক পরই আল ওয়েহদার হয়ে একমাত্র গোলটি করেন হুসাইন আহমেদ আল ইসা।
আগামী বৃহস্পতিবার আবুধাবিতেই অনুষ্ঠিত হবে আল হিলাল এবং আল ইত্তিহাদ সৌদি সুপার কাপের ফাইনাল। ইত্তিহাদ কোচ মার্সেলো গ্যালার্দো এই প্রথম কোনো শিরোপা জয়ের মুখোমুখি দাঁড়িয়ে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho