
ঈদে এবারে ডজনের ওপরে সিনেমা মুক্তির কথা রয়েছে। সেই মাপে প্রতিদিনই প্রকাশ হচ্ছে বিভিন্ন ছবির পোস্টার, টিজার, ট্রেলার ও গান। তবে হতাশার খবর হলো, ঈদের মাত্র দুদিন বাকি থাকলেও রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যা নাগাদ আশার চেয়ে হতাশাইর ঘুরপাক খাচ্ছিলো ঢালিউডে।
কারণ, দর্শক, শ্রোতা ও সমালোচকদের চোখে-কানে ঠিকঠাক মনের মতো কনটেন্ট মিলছিলো না। উল্টো কিছু সিনেমার গান নিয়ে চলছে তুমুল হতাশা ও সমালোচনার ঝড়। এমনই এক থমথমে পরিস্থিতি পাল্টে দিয়ে রবিবার সন্ধ্যায় দারুণ এক দমের গান নিয়ে হাজির টিম ‘ওমর’।
গানের নাম ‘ভাইরাল বেবি’। যার খানিক আভাস দু’সপ্তাহ আগে মিলেছে ছবিটির ট্রেলারে। এবার সেই গান এলো পূর্ণাঙ্গরূপে, অন্তর্জালে। যেখানে নেচে-গেয়ে ঢালিউডের গুমট পরিবেশে উচ্ছ্বাস নামিয়ে আনলেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এতে দর্শনার আসরে দেখা মিলেছে শরিফুল রাজ, আবু হুরায়রা ও নাসির উদ্দিন খানদের ঘুরঘুর করতে!
‘চলো নিরালায়’খ্যাত জনি হকের কথায় ‘ভাইরাল বেবি’ গানটি বানিয়েছেন স্যাভি। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও ঈশান মিত্র। গানটি দেখে অনুমান করা যায়, এখান থেকেই ‘ওমর’-এর মূল জটিলতা শুরু।
গানটি প্রসঙ্গে গীতিকবি জনি হক বললেন, ‘বাণিজ্যিক সিনেমার একটা উপাদান আইটেম গান। দর্শকের কাছে এর চাহিদা রয়েছে। তবে আমরা গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই গানটি করেছি। আশা করছি দর্শক-শ্রোতার ভালো লাগবে। আর প্রেক্ষাগৃহে গানটির সঙ্গে অনেক হই-হুল্লোড় করবেন।’
অন্যদিকে ছবিটি নিয়ে পর্দার ‘ওমর’ তথা শরিফুল রাজ বলেছেন, ‘রাজ ভাই যে এত সুন্দর কাস্টিং করবেন, আমি ভাবতে পারিনি। পুরো শুটিংয়ের সময়ে আমি এনজয় করেছি। সবাই আমাকে খুব সহযোগিতা করেছেন। সকলের প্রচেষ্টায় একটা সুন্দর কাজ হয়েছে।’
বলা দরকার, এই ঈদে অনেক ছবির ভিড়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে ও শরিফুল রাজের অভিনয়ে ‘ওমর’ অন্যতম প্রতিদ্বন্দী হিসেবে মাঠে থাকছে। যেখানে দেখা যাবে এই সময়ের জাঁদরেল সব অভিনেতাদের।
সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ শরিফুল রাজ ছাড়াও আছেন দেশের তিন দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। আরও দেখা যাবে রোজি সিদ্দিকী, এরফান মৃধা শিবলু ও আবু হুরায়রা তানভীরকে। এছাড়া বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক।
‘ওমর’ ছবিটি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho