
বল হাতে ঝলক দেখালেন কুলদীপ যাদব। তাতে মাঝারি মানের স্কোরেই আটকে যায় লখনৌ সুপার জায়ান্টস। পরে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। আইপিএল ষষ্ঠ ম্যাচে এসে দলটি দেখা পেল দ্বিতীয় জয়ের। শুক্রবার রাতে লখনৌকে ছয় উইকেটে হারিয়েছে দিল্লি।
এদিন ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৭ রান করে লখনৌ। জবাবে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় দিল্লি। লখনৌ দেড় শ’ ছাড়িয়েছে মূলত আয়ুশ বাদোনি ঝড়ে। ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ২২ বলে ৩৯ রান। দুজনই ইনিংস সাজান পাঁচটি চার ও এক ছয়ে। এ ছাড়া কুইন্টন ডি কক ১৯, দীপক হুদা ১০ ও আরশাদ খান ২০* রান করেন। ৪ ওভারে কুড়ি রানে তিন উইকেটে নেন কুলদীপ। ৪১ রানে দুটি শিকার খলিল আহমেদের। ৎ
দিল্লির বোলারদের মঞ্চে ঝড় তোলেন ব্যাটাররা। রান তাড়ায় নেতৃত্ব দেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ৩৫ বলে দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেন তরুণ এই অজি সেনসেশন। পাঁচটি ছক্কা ও দুটি চারে ইনিংস সাজান জ্যাক। ২৪ বলে চারটি চার ও দুই ছয়ে ৪১ রান করেন দিল্লি অধিনায়ক ঋষভ প্যান্ট। ওপেনার পৃথ্বি শ ২২ বলে ৩২ রানে বিদায় নেন। লখনৌর পক্ষে ২৫ রানে দুই উইকেট নেন রবি বিষ্ণু।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho