
যশোরে সময় টিভির ১৩ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক গবেষক বেনজীন খান, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধরণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ ও সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা।
সভায় নেতৃবৃন্দ সময় টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শিকদার খালিদ, দৈনিক স্পন্দনের বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক যশোর বার্তার সম্পাদক শোয়েব উদ্দিনসহ যশোরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।সভাশেষে কেক কেটে সময় টিভির ১৩ বছরপূর্তি উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho