
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকায় ঘরে ঢুকে গৃহবধু জোৎস্না আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জন আসামীকে আটক করেছে র্যাব-১১।
বুধবার (১৭ এপ্রিল) ভোরররাতে লক্ষ্মীপুরে মেঘনা বাজার ও চট্রগামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
আটককৃতরা হলেন- সিরাজ উদ্দিন, এরশাদ হোসেন, রিপন হোসেন, জাকির হোসেন, রিমন হোসেন রাকিব হোসেন ও মো. ইব্রাহিম।
এর আগে মঙ্গলবার নিহত জোৎস্না বেগমের বাবা ইছমাইল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা ৪ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, হত্যাকান্ডের সাথে আসামীরা জড়িত ছিল। তারা হত্যার দায় স্বীকার করেছে। সবাইকে সদর থানায় হস্তান্তর করা হবে। অন্য আসামীদেরও আটকের অভিযান চলছে।
উল্লেখ্য, রমজান মাসে ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকার আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন করে সিরাজ উদ্দিন। এরপর ৪/৫ দিন ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসায় সিরাজ। এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সাথে সিরাজের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ বিরোধের জের ধরে সোমবার ভোররাত আলাউদ্দিনের বসতঘরে হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঙ্গবদ্ধ দল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho