
ময়মনসিংহের-নান্দাইলে নাজমা আক্তার (৩৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে নান্দাইল পৌর এলাকার চারাআনি পাড়া বাইপাস দেওয়ানগঞ্জ রোডের পশ্চিম পাশে বরবড়িয়া বিলপাড় সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয়রা জানান, নাজমা আক্তার ও তার স্বামী মান্নান এলাকায় বিভিন্ন বাড়িতে কাজ-কাম করে সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রতিদিনের ন্যায় নাজমা আক্তার কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই দুর্বৃত্তরা পথ আটকে তাকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে, সড়কের পাশে ধান ক্ষেতে ফেলে রেখে যায়।
বাড়ি আসতে দেরি হওয়ায় তাকে খুঁজতে গিয়ে সড়কে তার মোবাইল, চার্জ লাইট, ওড়না পড়ে থাকতে দেখেন তার স্বামী মান্নান। এক পর্যায়ে ধান ক্ষেতে পুকুরের হাঁক-ডাক শুনে সেখানে গিয়ে দেখতে পান তার স্ত্রীকে কেবা কাহারা হত্যা করে ধান ক্ষেতে ফেলে গেছে।
তখন তার ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এসে পুলিশে কবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সহ রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার (ওসি) আব্দুল মজিদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তিন যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho