প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ২:৪৬ পি.এম
রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন, ৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা করেছেন বলে জানান রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস।
রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ৬ষ্ট ধাপে রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল রবিবার ( ২১ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত। রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের সময় আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহন ২১ মে।
এদিকে রবিবার ৪ টায় রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনলাইনে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বাঙ্গালহালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উয়েমং মারমা, রুপান্তর বাংলা পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একটি মাত্র মনোনয়ন পত্র দাখি়ল করেছেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার।এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন গৌতমী খিয়াং ও রাজু আক্তার। উপজেলা পরিষদের তিনটি পদের মধ্যে দুইটি পদে একাধিক প্রার্থী থাকলেও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী সাংবাদিক হারাধন কর্মকার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho