প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ১০:৪৭ এ.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল (সোমবার') দুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্ আজম বলেন, বিগত বছর গুলোতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়জনে গৃহীত জিএসটি ভর্তি পরীক্ষা সর্ব মহলে প্রসংশা অর্জন করেছে। প্রতি বছর শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আমাদের আন্তরিকতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফল। একারণে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষকমণ্ডলীকে। একইসাথে তিনি বিগত বছরগুলোর মত এবছরেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টজনদের প্রতি আহবান জানান।
সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিফাতুর রহমান, ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho