প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৯:৩৪ পি.এম
মুন্সীগঞ্জে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে অপর প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভুল তথ্য ও মিথ্যা বক্তব্যে অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের এক চেয়ারম্যান প্রার্থী।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান চেয়ারম্যান প্রার্থী বি এম শোয়েব।
সংবাদ সম্মেলনে বিএম শোয়েব প্রতিপক্ষ অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার কর্তৃক তাকে জড়িয়ে অবৈধ অর্থ বিতরণসহ বিভিন্ন বক্তব্যের অসত্য দাবি করেন। এবং নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন।
আ"লীগ নেতা রশিদ শিকদার নির্বাচনে প্রভাব খাটানো ও কর্মীদের হত্যার হুমকি প্রদানের অভিযোগ এনে শোয়েব বলেন, রশিদ শিকদার রাজনৈতিক পদ ব্যবহার করে তার পক্ষের কর্মীদের নিজের অনুকূলে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছে। অনেক স্থানেই প্রভাব খাটানো ও হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে।
প্রসঙ্গত, এর আগে সোমবার বিকেলে লৌহজং উপজেলা পরিষদের অপর চেযারম্যান প্রার্থী আব্দুর রশিদ শিকদার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনে বিপুল টাকার ছড়াছড়ি, কূটকৌশলসহ বিভিন্ন অভিযোগ করেছিলেন বিএম শোয়েবের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho