প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ৫:৫৫ পি.এম
শরণখোলায় বন্যপ্রাণী আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগেরহাটের শরণখোলায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড ইকোসিস্টেমস প্রতিবেশ অ্যাকটিভিটি'র সহাতায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অগ্রদূত ফাউন্ডেশনে, ২৩ ও ২৪ (এপ্রিল) বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক শেখ মাহবুব হাসান। প্রশিক্ষণে সুন্দরবন শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তা, সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটি, সিপিজি, ডিসিটি এবং ভিটিআরটি'র মোট ৩০ জন সদস্য অংশগ্রহন করেন। প্রতিবেশ অ্যাক্টিভিটি'র ওয়াইল্ডলাইফ ও বায়োলজি লিড ড. মো: মদির্নুল আহসান- দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণের প্রশিক্ষণ হিসেবে অংশগ্রহনকারীদের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ বিষয়ক বিস্তারিত ধারনা প্রদান করেন। মূলত, সংশ্লিষ্ট অংশগ্রহনকারীদের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের যথাযথ প্রয়োগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবনের বন্যপ্রাণী শিকার, নিধন, পাচার নিয়ন্ত্রন এবং বন্দ করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসুচি আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন প্রতিবেশ অ্যাক্টিভিটি'র সাইট অফিসার মোঃ আরিফুর রহমান এনআরএম এন্ড লাইভলিহুড ফ্যাসিলিটেটর শিহাব বিন হাবিব এবং এনআরএম ও পিএ ম্যানেজমেন্ট অফিসার মো: শাহীন ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho