
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। একদিকে দাবদাহ অন্যদিকে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও চাষিরা। শুধু মানুষ নয়, এর প্রভাব পড়েছে পশু পাখিদের ওপরও। দাবদাহ থেকে মুক্তি পেতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কাশেম বাজার উচ্চ বিদ্যালয় ও পাটেশ্বরী বরকতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহান সৃষ্টিকর্তার কাছে রহমতের বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ আদায় করা হয়েছে।
সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনাকারী
ভূরুঙ্গামারী সরকারি কলেজ মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম বলেন , এই গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয় এর জন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho