
বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে সোনামিয়া হাওলাদার নামে এক ব্যবসায়ীর মুদি দোকান ও পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল ) রাত ২ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ সোনামিয়া বলেন,রাতে বিদ্যুৎ ছিল না। কিন্তু কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না। শত্রুতাবসত কেউ আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তিনি।দরিদ্র ব্যবসায়ী আরো জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ এবং মহাজনদের কাছ থেকে বাকিতে মালামাল নিয়ে মুদি ব্যবসা পরিচালনা করে আনছেন। তার দোকানে টিভি, নগদ টাকা দুই লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়, এখন গ্রামে বসবা করছি আতঙ্কে জানের নিরাপত্তা চাই।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান ইমরান হোসেন রাজিব জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট না অন্য কোনোবাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho