প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৮:৪৮ পি.এম
ক্ষেতলালে নির্বাচনী পথসভায় চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসীর ৬ দফা অঙ্গীকার

আগামী ৮ মে অনুষ্ঠিত ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী ইসলাম উপজেলার উন্নয়নে ৬ দফা অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ক্ষেতলাল থানা মোড়ে এক নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে ছয় দফা অঙ্গীকার তুলে ধরেন।
চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী ইসলাম উপজেলার নিশ্চিন্তা গ্রামের আব্দুল হাকিম চৌধুরীর ছেলে এবং পেশায় একজন সফল ফ্রিল্যান্সার। তিনি কোনো দলীয় প্রার্থী নয়। শুধু উপজেলার উন্নয়নে ও সমাজের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতেই নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় তিনি বক্তব্যে নির্বাচিত হলে উপজেলার কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে ৬ দফা অঙ্গীকার তুলে ধরেন।
তার ছয় দফা অঙ্গিরার হলো: (১) নির্বাচনে জয়লাভ করলে শেষ দুই বছরে এতিম ও দরিদ্র, বসতবাড়ি সর্বস্ব কন্যা দায়গ্রস্ত পিতাদের কন্যার বিবাহের জন্য ২০ হাজার করে টাকা প্রদান করা হবে। (২) নির্বাচনে জয়লাভের দুই বছরের মধ্যে উপজেলার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। (৩) নির্বাচনে জয়লাভের ছয় মাস পর থেকে প্রতিটি ইউনিয়নে একটি করে হস্ত ও কুটির শিল্প হাব নির্মাণ করা হবে। যেখানে আমার গ্রামের মা-বোনেরা কাজ করে নিজেরা স্ববলম্বী হবে এবং স্বামী সন্তানদেরকে সহযোগিতা করবে। (৪) সকল ধর্মের সাধু সন্ন্যাসী যোগী পুরুষদের জন্য তুলসীগঙ্গার তীরে একটি আশ্রম প্রতিষ্ঠা করা হবে, যেখানে তারা বিনামূল্যে থাকবে খাবে ও ধ্যান জ্ঞান ও যোগ সাধনা করবে। (৫) অর্থ কষ্টে যারা বেশি দূরে পড়াশোনা করতে পারেন নাই, সেই সব ভাইদের মধ্য থেকে পুরো উপজেলাতে ৭৭৫ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে চাকুরী নিশ্চিত করা হবে এবং (৬) উপজেলার শিক্ষার্থী ও চাকুরী প্রত্যাশীদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে ইংলিশ স্পোকেন ক্লাব প্রতিষ্ঠা করা হবে, যার মধ্য দিয়ে তারা নিজেদেরকে ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে পারে।
বক্তব্য শেষে থানা মোড়ে ও কাচারী বাজারে ৬ দফা অঙ্গীকার সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। তার এমন ব্যতিক্রমী প্রচারণায় জনমনে সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho