
সাতক্ষীরা সদরের আগরদাড়ী গ্রামে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৬৫) ও তার ছেলে আব্দুল আজিজ (২৫)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈকারি এলাকার হাফিজুর রহমান বুলু ও তার ছেলে আব্দুল আজিজ মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ফিরে নিজের বাড়ি বৈকারি যাচ্ছিলেন। কদমতলা-বৈকারি রোডের আগরদাড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। ঘাতক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধারে করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho