
আইপিএলে আর দুটি ম্যাচ খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। সব কিছু ঠিক থাকলে যার একটি ম্যাচ খেলতে আজ মাঠে নামছেন বাঁহাতি এ তারকা পেসার। নিজেদের মাঠে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ফিজদের আজ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসের ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ৮টায়।
চিপকের এ মাঠেই এবারের আইপিএলে সবচেয়ে বেশি সফল ফিজ। যদিও দলের সর্বশেষ ম্যাচে এ মাঠেই জ্বলে উঠতে পারেননি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হারের ম্যাচে খরুচে ছিলেন কাটার মাস্টার।
তবে শুরুর বোলিংটা তার দুর্দান্ত। শেষ দিকে স্টয়নিসদের মারকুটে ব্যাটিংয়ের সামনে খেই হারিয়ে ফেলেন বাংলাদেশের তারকা এ পেসার। আজ তার ঘুরে দাঁড়ানোর পালা। আর ভেন্যুটা চিপক বলে ফিজ দ্য লায়নকে নিয়ে প্রত্যাশা একটু বেশি।
আইপিএলে খেলার জন্য ১ মে পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজ। সে হিসেবে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন। আজ রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই। ১ মে মুস্তাফিজরা লড়বে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ২ মে বাংলাদেশে ফিরবেন ফিজ দ্য কাটার মাস্টার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho