
আন্তর্জাতিক ক্রিকেটে একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর এই রেকর্ডটি হয়েছে বাউন্ডারি হাঁকানোর। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ১০৮ ম্যাচে ৪০৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন বাবর। এতে আয়ারল্যান্ডের ব্যাটার পল স্টার্লিংকে ছাড়িয়ে বাউন্ডারি হাঁকানোর তালিকায় শীর্ষে উঠে গেছেন এ ক্রিকেটার।
এতদিন সবচেয়ে বাউন্ডারি হাঁকানোর রেকর্ডটি ছিল স্টার্লিংয়ের। আইরিশ এই ব্যাটার ১৩৬ ম্যাচে চার হাঁকিয়েছেন ৪০৭টি। আর শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৪৪ বলে ৬৯ রানের ইনিংসে ছয়টি বাউন্ডারি হাঁকান বাবর। এতেই স্টার্লিংকে পেছনে ফেলেন তিনি।
বাউন্ডারি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ১০৯ ইনিংসে ৩৬১টি বাউন্ডারি হাঁকিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার। কোহলির পরই আছেন আরেক ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। ১৪৩ ম্যাচে এই ভারতীয় ব্যাটার ৩৫৯টি বাউন্ডারি হাঁকান। ।
এছাড়া আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বাবর। এতদিন আন্তর্জাতিক টি-২০’তে জাতীয় দলকে সবচেয়ে বেশি ৭৬ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড নিজের করে রেখেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। তার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বাবর।
বাবরের রেকর্ডের দিনে নিউজিল্যান্ডকে নয় রানে হারিয়েছে পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho