
যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি করা হয়েছে। গঠনতন্ত্রের ২৮ ধারার ৩ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে এ কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে সংগঠনের নির্বাচন সম্পন্ন করতে। একই সাথে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ কমিটি অনুমোদন দেয়। সাত সদস্য বিশিষ্ঠ এ কমিটির আহবায়ক করা হয়েছে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারকে। সদস্য সচিব হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। সদস্য হয়েছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, গণপূর্ত বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) বেলাল হোসাইন ও জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন বলেন, আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কমিটি অনুমোদনের চিঠি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho