প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ৪:৫০ পি.এম
তাপপ্রবাহ কেন্দ্রে ভোটার উপস্থিতির ওপর প্রভাব ফেলবে না: ইসি আলমগীর

তাপপ্রবাহের কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির ওপর কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সারা দেশে বয়ে যাওয়া তাপদাহের মধ্যেই কিছু স্থানে আমরা উপনির্বাচন করেছি। সেখানে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল। গতকাল দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে এই তীব্র গরমের মধ্যেও কোনো কোনো কেন্দ্রে ৭০ ভাগ, কোনো কোনো কেন্দ্রে ৮০ এবং ৬০ ভাগ ভোটার উপস্থিত হয়েছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন একটা আস্থা এসেছে যে, এখন ভোট দেয়া যায়। আমার ভোট আমি দিতে পারবো। আমাদের অধিকাংশ ভোট কেন্দ্রই স্থায়ী। সেখানে কোন সমস্যা হবে না। আর ভোটাররাও ভোট দিয়ে চলে আসবে। তাদের দীর্ঘ সময় রোদে থাকতে হবে না। আর আমাদের সামনের দিনগুলোতে এভাবে কাজ করতে হবে। তাপদাহের কারনে কোন কাজ থেমে নেই। ভোট কেন্দ্রে ভোটারদের জন্য পানির ব্যবস্থা করা হবে। আমাদের পার্শ্ববর্তি দেশ ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে। সেখানকার তাপমাত্রা আমাদের থেকেও বেশি। এজন্য এই তাপদাহ কেন্দ্রে ভোটার উপস্থিতির উপর কোন প্রভাব ফেলবে না।
অপর এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি, মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণ বিধি আনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার ওসিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho