
মাত্র ৮০০ টাকার জন্য এক রিকশা চালককে কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ভাঙাড়ি ব্যাবসায়ীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারে। রিকশা চালকের নাম রবিউল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ওই রিকশাচালককে উদ্ধার করেছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী পলাতক রয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় বারটেক্স গার্মেন্টস সংলগ্ন এলাকায় স্থানীয় ভাঙাড়ি ব্যবসায়ী মামুনের দোকান থেকে ভুক্তভোগীকে শিকলমুক্ত করে উদ্ধার করে পুলিশ। এর আগে, সকাল ৭টার দিকে ভুক্তভোগী রবিউলকে দোকানের খুটিতে পালিত কুকুরের সঙ্গে পায়ে শিকল পরিয়ে রেখে মারধর করে অভিযুক্ত মামুন।
ভুক্তভোগী রবিউল ইসলাম নিলফামারী জেলার বাসিন্দা। একসময় মামুনের সাথে ব্যবসা করলেও বর্তমানে তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সেই সময়ে মামুন আমার কাছে ৮০০ টাকা পেতো। সেই টাকার জন্য আজ সকালে আমাকে তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে মামুন। পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে আমাকে বেঁধে রাখে। প্রায় ৭ ঘণ্টা বেঁধে রাখার পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত মামুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ওই রিকশা চালককে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই অভিযুক্ত মামুন পালিয়ে যায় তবে তাকে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho