
সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগটির চলতি আসরে খেলতে পারতেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় নিলামের আগেই নিজের নাম সরিয়ে নেন তিনি। এবার খেলতে না পারলেও ভবিষ্যতে আইপিএলসহ আরও অনেক লিগে খেলার আশা করছেন ডানহাতি এ পেসার।
জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে টাইগাররা। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আজ বৃহস্পতিবার (৯ মে) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাজির হন টাইগার স্পিডস্টার তাসকিন। সেখানে আইপিএল না খেলার বিষয়ে কথা বলেছেন তিনি, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাল্লাহ সামনে খেলব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে।’
এবারের আইপিএলে তাসকিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিতই ছিল। কিন্তু বিশ্বকাপ ভাবনায় বিসিবি তাকে খেলার অনুমতি দেয়নি। এমনকি নিলামের পরেও আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছিল।
তবে আইপিএল না খেলতে পেরে আফসোস নেই কোনো তাসকিনের, ‘ফাস্ট বোলার যাদের দেখছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার বডি টাইপ বা বোলিং ডিফারেন্ট এজন্য এবার যেতে পারিনি। আমার তো টেস্টও খেলার কথা ছিল। কাঁধের ইনজুরির জন্য বিরতিতে যাই। ভবিষ্যতে খেলব (আইপিএল) ইনশাল্লাহ, কোনো আফসোস নেই।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho