
সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। মেসার্স আরএসবি এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব পেঁয়াজ আমদানি করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক।
তিনি বলেন, হিলি বন্দর দিয়ে সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আজ বগুড়ার মেসার্স আরএসবি এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন।