
সাম্প্রতিক সময়ে গাজার রাফাহ শহরে হামলা অব্যাহত রাখলেও ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের বেশি অস্ত্র সহায়তার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ কংগ্রেসকে জানিয়েছে, তারা ইসরায়েলে অস্ত্র পাঠাতে চায়। খবর বিবিসির।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন এই প্যাকেজের মধ্যে ট্যাঙ্ক রাউন্ড, মর্টার এবং সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কংগ্রেসের এক সদস্য। তবে এক্ষেত্রে আইন প্রণেতাদের অনুমোদনের প্রয়োজন হবে।
গত সপ্তাহেই প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন যে, ইসরায়েল যদি রাফাহ শহরে বড় ধরনের আক্রমণ চালায় তবে তিনি দেশটিতে অস্ত্রের চালান বন্ধ করে দেবেন। অথচ এক সপ্তাহের ব্যবধানেই উল্টো সুর হোয়াইট হাউজে।
এর আগে রাফাহ শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করে দেয়। সে সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, যদি তারা রাফায় হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র সরবরাহ করবো না। রাফায় হামলা চালানোর জন্য যেসব অস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করব না।
উল্লেখ্য, গত মাসে ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানকে সহায়তার জন্য ৯৫ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস।