
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলারয় ভারতীয় ফেনসিডিলসহ মাদক সম্রাট জয়নুল আবেদীন (৩৫)কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জয়নাল আবেদীন হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ এর একটি টহল দল সন্ধ্যা ৭ টার দিকে ওই বাজারে অভিযান চালায়। এসময় যানবাহনের জন্য অপেক্ষায় থাকা জয়নুল আবেদীনকে তার সাথে থাকা ৪১০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
র্যাব-১৩ এর মিডিয়া উইং এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ পায় র্যাব। তার ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীনকে আটক করা হয়। আটক জয়নুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে তিনি৷ পরে তাকে হাতীবান্ধা থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho